ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মজনু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কিতাব আলী ও রামদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শাফি উদ্দিন।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রস্তাবিত সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রামদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. অলি আলম,
সাংগঠনিক সম্পাদক হাজী মো. হারিছ মেম্বার, প্রবাসী বিষয়ক সম্পাদক মো. বুরহান উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সামজাদ হোসেন (শামীম), যুগ্ম আহবায়ক মো. আব্দুল আওয়াল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. নাজমুল হাসান (নাজিম), রামদী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, রামদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাবিবুর রহমান হবি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুব দলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. সবুজ মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোরআন থেকে তেলওয়াত শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
খেলা পরিচালনা করেন মো. জাকির হোসেন বিপিএড, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন রাসেল ও আগরপু সরকারী বিদ্যালয়ের শিক্ষক মো. কেনু মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবু ছাদেক ও সিনিয়র শিক্ষক মোস্তফা নাজমুল হক।
অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply