অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান আবেদী, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু,
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি ও দৈনিক মানব জমিন প্রতিনিধি মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা ও ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব।
আলোচনা সভা শেষে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিগণ।
এসময় বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল ভাষা শহিদদের স্বরণে দোয়া পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মিল হোসাইন।
Leave a Reply