1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের হালুয়াঘাটে বিজিবির  সফল অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।

বুধবার, ২৯ জানুয়ারি বিকালে সদর ইউনিয়নের আইলাতলী এলাকায় চোরাকারবারিরা অভিনব পন্থায় অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইলাতলী ক্যাম্পের বিজিবির টহলদল সেখানে অভিযান পরিচালনা করে এবং চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

টহলদল জব্দ করা ৬৩০ কেজি জিরা উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। বিষয়টি ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি নিশ্চিত করেছে এবং তারা বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন,  তারা অবৈধ মাদক, পাচারকারী এবং চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটি একটি বড় ধরনের উদ্ধার অভিযান, যা সীমান্তে চলমান চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির উদ্যোগের সফলতা। বিজিবির সতর্কতা এবং কার্যকর অভিযানের মাধ্যমে এ ধরনের অপরাধ রোধে অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি তৈরি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো দৃঢ় করছে। বিজিবির এই সফল অভিযান চোরাচালানী ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরকারের এক জোরালো পদক্ষেপ হিসেবে বিবেচিত মনে করছে সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং