
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার,২৮ জানুয়ারি সকাল ১০টায় ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে হেলিপ্যাড ময়দানে বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়, থানেশ্বর উচ্চ বিদ্যালয়, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়, বিশেষ চিত্র প্রদর্শনীসহ মোট ১৩টি স্টল স্থান পায়। মেলায় লাইভ কুইজ, অলিম্পিয়াড, বীর মুক্তিযোদ্ধাদের ভাষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশংগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বাঁধনহারা শিল্পী গোষ্ঠির মনোজ্ঞ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply