দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি মানুষের কাছে পৌঁছে দিতে পাড়া-মহল্লায় উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও সাবেক ছাত্র নেতা মামুন বিন আব্দুল মান্নান।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি এ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে মামুন বিন আব্দুল মান্নানের নিজ উদ্যোগে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামে মহিলাদের সাথে উঠান বৈঠক করছেন।
উঠান বৈঠকে বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই । তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, বিএনপি দেশ ও জনগণের কল্যাণের রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় আসলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়।
এসময় উপস্থিত সূধীজনের উদ্দেশ্যে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য বিভিন্ন দিকগুলো তুলে ধরে তিনি বলেন, তিনি বিএনপির দলীয় মনোনয়ন পেলে নান্দাইলের বেকার যুব নর-নারীদের জন্য কর্মসংস্থান, আধুনিক হাসপাতাল, রাস্তাঘাট দীর্ঘ টেকসই শক্তিশালীকরণ, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন ও গ্রামকে আধুনিক শহরে রূপান্তরিত করবেন। ।
এসময় নান্দাইলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার মহিলাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply