কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়া ও ইয়াবা বিক্রির নগদ আট হাজার টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুই যুবকের মধ্যে তানভীর আহমদ(২৮) ঢাকিপাড়া এলাকার রফিুকুল ইসলামের ছেলে ও আসিফ মাহমুদ(৩০) শহরের খরমপট্টি এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
রবিবার, ১৯ জানুয়ারি বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শহরের খরমপট্টি এলাকার উপজেলা ভুমি অফিসের সামনের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply