বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম ৩ ম্যাচে টস জেতা অধিনায়ক আগে বোলিং নিয়েছেন। চতুর্থ ম্যাচে সেই ধারায় বদল এনেছিলেন নুরুল হাসান সোহান। আজ চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক। তবে রানবন্যার টুর্নামেন্টে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি তার দল।
ব্যাটিংয়ে নেমে শুরুটাই খারাপ হয় রংপুরের। রিস টপলি, তানজিম হাসান সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টপ অর্ডার ব্যাটারদের কেউই তেমন রানের দেখা পাননি। মিডল অর্ডারে নুরুল হাসান সোহান এবং ইফতিখার আহমেদ হাল ধরলে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি।
Leave a Reply