শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। আজ স্থানীয় সময় দুপুরের দিকে নয়াদিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
এসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
Leave a Reply