মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
আজ সকালে গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারের আদম ব্যবসায়ী রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মার্কেটের মালিক আদম ব্যবসায়ী রোকন আলী জানান, বাজারে আমার মার্কেট সংলগ্ন দোতালা বাড়ি। মার্কেটে একটি রুম আমি ট্রাভেল এজেন্সি অফিস হিসেবে ব্যবহার করি। অপর দুটিতে দোকান হিসেবে ভাড়া দেয়া হয়েছে। আজ সকালে লাল টেপ মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ না বুঝে টিনের কোটা ভেবে সেটিকে লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি।
Leave a Reply