ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলায় কয়েকটি ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদফতর, ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, ২টি ইটভাটা এস্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানোসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়।
Leave a Reply