1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

এবার আইজিপি হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান বাহারুল আলম

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

এবার পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের কৃতি সন্তান পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক হিসেবে অবসরে যাওয়া বাহারুল আলম।
বুধবার, ২০ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়।
বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে নানা পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
এর আগে তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

আইজিপি হিসেবে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয় সরকারী চাকুরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ- পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

তিনি বাংলাদেশ পুলিশের ৩৩তম পুলিশ মহাপরিদর্শক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং