1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী পাপনের এপিএসসহ দুইজন রাজধানী থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলার এফআইআর ভূক্ত আসামি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর  ব্যক্তিগত সহকারীসহ ২জন‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও র‌্যাব-১, ঢাকা ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আসামি সাখাওয়াত মোল্লা (৫২) ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত শহিদুল্লা ‘র ছেলে ও অপর আসামি আ. হেকিম রায়হান (৫২) একই উপজেলার ভৈরবপুর দক্ষিবপাড়া এলাকার মৃত আ. রহিমের ছেলে।

শনিবার, ২ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) আব্দুল হাই চৌধুরী।

বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান,  গত ১৯ জুলাই  বেলা অনুমান ২টার দিকে ভৈরব থানাধীন লক্ষীপুর এলাকায় এবং একই তারিখ বেলা অনুমান ৪টার দিকে কমলপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে বেশ কিছু লোক আহত হয়।

ওই ঘটনায়, মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) এবং আলম সরকার (৪২) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

পরে বৈষম্য বিরোধি আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইসব মামলার আসামিগণ গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।

পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব তার গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের মধ্যে থেকে এই দুইজনকে র‌্যাব গ্রেফতার করে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং