1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

হোসেনপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উজ্জল কুমার সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের বিরুদ্ধে নানা অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার, ২২ অগাস্ট দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ মিছিল করে।
এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খানের পদত্যাগ’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
তারা আরও জানায়, মোছলেহ উদ্দিন খানের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং