1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

নান্দাইলে চোরাই ছাগলসহ চোরচক্রের সদস্যসহ মাদক ব্যবসার অভিযোগে দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে এক নিরীহ মহিলার চোরাই ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য  ও  মাদক ব্যবসার অভিযোগে আরো এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে নান্দাইল থানা পুলিশ।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ছাগলসহ খোকন মিয়া (৩৫) নামে চোরকে গ্রেফতার করে।

শনিবার, ১৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ধলাপাতা গ্রামের ধলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি পিকআপসহ ওই চোরাই ছাগল উদ্ধার ও চোরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আন্তজেলা চোরচক্রের সদস্য খোকন মিয়া কিশোরগঞ্জ জেলার গাইটাল মহল্লার আফির উদ্দিনের পুত্র। এছাড়া উদ্ধার হওয়ায় ছাগলটির মালিক উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মানিক মিয়ার স্ত্রী তানজিনা আক্তার। শনিবার সকালে তার বাড়ির পুকুরের সামনে থেকে পিকাআপে তুলে চোর ছাগলটি চুরি করে নিয়ে যায় বলে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন তানজিনা। পরে অভিযোগের ১১ ঘন্টার মধ্যেই থানা পুলিশের সহায়তায় ছাগলটি ফিরে পাওয়া যায়।

অপরদিকে রবিবার থানা পুলিশের আরেকটি অভিযান টিম ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ঝালুয়া নামক স্থান থেকে ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আলাল মিয়ার পুত্র আরিফ মিয়া (২৫)কে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং