বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার, ১৪ জুলাই সকালে সাপধরী ইউনিয়নে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরে আজাদ ইমরানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি গোয়ালেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, যুবনেতা এজেল, শহর ছাত্রলীগের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক সাকিব সেখসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন সুমন।
Leave a Reply