1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির সমাবেশ

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৩ জুলাই দুপুরে শহরের রথখলা ময়দানে জেলা বিএনপি’র ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সমাবেশ শুরুর আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নানা স্লোগান দেয়।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। সেই সাথে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ  দেয়ার দাবী জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ,সহ-সভাপতি রুহুল আমিন আকিল,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ,জেলা যুবদলের পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন প্রমুখ।

এ সময় জেলা বিএনপি, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল,কৃষক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে মিছিল সহকারে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং