ময়মনসিংহে চোরাই অটোগাড়ি উদ্ধারে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ।
মঙ্গলবার, ১২ জুন ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় তাকে আইজিপি কর্তৃক প্রদত্ত এ পুরস্কার প্রদান করা হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম পিপিএমের হাত থেকে জেলার শ্রেষ্ঠ অর্থ পুরস্কার গ্রহণ করেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মজিদ।
গত মার্চ মাসে ওসি আবদুল মজিদ থানার এসআই সুজন সহ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ৭টি চোরাই অটো গাড়ি, একবটি টয়োটা প্রভোক্স গাড়ি এবং অটোগাড়ি যন্ত্রাংশ উদ্ধার করেন। তার এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিডিচ্যানেল ফোরকে বলেন, মাননীয় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়ার নির্দেশনা মোতাবেক নিরলস দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এছাড়া পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে জুয়া, মাদক, চোর ও অপরাধমুক্ত নান্দাইল গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply