কিশোরগঞ্জে নিখোঁজের তিনদিন পর একটি বিদ্যালয়ের পুকুর থেকে বিদ্যালয়টির এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ১০ জুন দুপুরে জেলা শহরের নগুয়া এলাকায় হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে বাচ্চু মিয়া নামের নিখোঁজ ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া সদর উপজেলার মহিনন্দ গ্রামের মৃত আহম্মদ মিয়া ছেলে। তিনি নগুয়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ৮ জুন বাসা থেকে বের হন বাচ্চু মিয়া। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি তাঁকে। আজ সকাল সাড়ে ১১টার দিকে নগুয়া এলাকার হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে একজনের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ
পরে তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply