1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

রাত পোহালেই আগামিকাল কিশোরগঞ্জের ৩ উপজেলায় ভোট

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে
রাত পোহালেই অনুষ্ঠিত হবে ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে  নির্বাচনের প্রচার প্রচারণা। এবার ভোট যুদ্ধের পালা।
আগামিকাল মঙ্গলবার, ২১ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ২য় ধাপে কিশোরগঞ্জের ৩ টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। উপজেলা ৩ টি হলো কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম। নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলা গুলিতে। প্রতিটি ইউনিয়নের হাট বাজার রাস্তাঘাট পোস্টারে ছেয়ে গেছে। সোমবার দুপুর থেকেই নির্বাচনের কেন্দ্রে উপকরণ ও মালামাল প্রেরণ করছে নির্বাচন কমিশন। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপুর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন তারা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালট পেপার, বক্স, সিলসহ যাবতীয় নির্বাচনী । নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা।
এদিকে কটিয়াদি উপজেলায় ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে লড়ছেন। তারা হলেন নজরুল ইসলাম আনারস প্রতীক,মইনুজ্জামান ঘোড়া প্রতীক,মো:আলী-আকবর দোয়াত কলম প্রতীক,মো:কামরুজ্জামান কাপ পিরিচ প্রতীক,মো:সাব্বির জামান কৈ মাছ প্রতীক, শেখ দিলদার মোটরসাইকেল প্রতীক।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৭ জন প্রার্থী।তারা হলেন 
আবু নাইম টিয়া পাখি প্রতীক, চান মিয়া পালকি প্রতীক, বদরুল আলম নাইম চশমা প্রতীক,মো:মাহমুদুল হাসান মাইক প্রতীক,মো:সিরাজুল ইসলাম শাহীন টিউবওয়েল প্রতীক, রেজাউল করিম শিকদার তালা প্রতীক,সাদেক হোসেন খোকা বৈদ্যুতিক বাল্ব প্রতীক।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হলেন নূর জাহান আক্তার লিপি পদ্ম ফুল প্রতীক,মোছা. লুৎফা আক্তার হাস প্রতীক,রোকসানা ফুটবল প্রতীক,সাথী বেগম কলস প্রতীক। 
নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আহসান মো:রুহুল কুদ্দুস ভূইয়া জনি মোটরসাইকেল প্রতীক, মোকারিম সর্দার আনারস প্রতীক,মোহাম্মদ সুমন কাপ পিরিচ প্রতীক। 
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন। তারা হলেন বর্তমান ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ তালা প্রতীক,কাউসারুল আলম চশমা, প্রতীক,মো:তাহের আলী টিউবওয়েল প্রতীক, রফিকুল ইসলাম ভূইয়া উড়োজাহাজ প্রতীক।মহিলা ভাইসচেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।তারা হলেন,জেসমিন আরা বিউটি হাস প্রতীক,রৌশন আক্তার কলস প্রতীক,সুমাইয়া হক শিমু ফুটবল প্রতীক।
অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস কাপ পিরিচ প্রতীক, এ এফ মাশুক নাজিম ঘোড়া প্রতীক,মো:মনিরুজ্জামান ভূইয়া আনারস প্রতীক।
ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন।তারা হলেন আল আমিন সরকার চশমা প্রতীক,এম এ আজিজ মাইক প্রতীক,গোলাম রসুল ভূইয়া টিউবওয়েল প্রতীক,মানিক কুমার দেব তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।তারা হলেন নাছিমা আক্তার কলস প্রতীক,মোছা:চায়না বেগম ফুটবল প্রতীক,মোছা:শেলী আক্তার হাস প্রতীক।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান,’উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান,উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা  আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে।
উল্লেখ্য, নিকলী উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ২১ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ১৩১ জন।নারী ভোটার ৫৯ হাজার ২০ জন।হিজড়া ভোটার ১ জন।মোট কেন্দ্র ৪৬ টি।
কটিয়াদি উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ১৩৮ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪০ হাজার ৬২ জন।মহিলা ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৭১ জন। হিজড়া ভোটার ৫ জন। মোট কেন্দ্র ১০১ টি।
অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৬ হাজার ২৯৫ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৯৯৭ জন।মহিলা ভোটার ৬৫ হাজার ২৯৭ জন।হিজড়া ভোটার ১ জন।কেন্দ্র ৫৫ টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং