কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও একাধিক হেলিকপ্টার ও বিমান আবিষ্কারক ড. হুমায়ুন কবির দীর্ঘ ২০ বছর পর কটিয়াদী উপজেলার নাগেরগ্রামে নিজ এলাকায় আসছেন। সর্বশেষ ২০০৪ সালে তিনি দেশে এসে নিজ এলাকায় এসেছিলেন৷
বিষয়টি বিডিচ্যানেল ফোর প্রতিনিধিকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মহসিন কবির। মহসিন কবিরের মাধ্যমে আমেরিকায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী হুমায়ুন কবির জানান, দেশের মাটিতে আবারো আসবো এতে আমি খুবই আনন্দিত ৷ দেশ মাটি ও মানুষের জন্য সবসময়ই আমার মন টানে৷ আবারো সবার সাথে দেখা হবে সত্যি অসাধারণ অনুভূতি আমার জন্য।’
তিনি আরো জানান, ২২ ই’ মে তিনি আমেরিকা থেকে সহধর্মিণী ফরিদা কবিরকে নিয়ে বাংলাদেশে আসবেন৷ পরে দু ‘দিন ঢাকায় অবস্থান করে ২৪ মে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে নানার বাড়িতে হেলিকপ্টারে আসবেন৷ পরে ৭ দিন কিশোরগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করে নিজ বাড়িসহ বিভিন্ন স্থান সফর করবেন৷ এসময় নিজ এলাকার মানুষের সাথে মতবিনিময় সহ বিভিন্ন স্থান ঘুরে দেখার কথা রয়েছে৷
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবির বিদেশের মাটিতে একাধিক সফলতা অর্জন করায় তাকে নিয়ে গর্বিত তার এলাকার মানুষ ৷ তাঁর নিজের এলাকায় আসার প্রতীক্ষায় রয়েছে এলাকাবাসী। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম বিজ্ঞানী যিনি চালক বিহীন হেলিকপ্টারের আবিষ্কারক।
এর আগে বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী হুমায়ুন কবির ১৯৮৬ সালে আবিষ্কার করেছেন রিমোট নিয়ন্ত্রিত এইচ-৫ হায়েন্স হেলিকপ্টার। বর্তমানে হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানিতে উর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত। এই দায়িত্ব থেকে তিনি আমেরিকার সরকারের প্রতিরক্ষা প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান ভিত্তিক বিচিত্র সাময়িকি গ্রন্থে একক এবং যৌথ বিজ্ঞান বিচিত্রা নামে বিজ্ঞানী হুমায়ুন কবিরের ৩৫ টিরও বেশি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।বি জ্ঞানী হুমায়ুন কবির আমেরিকার আকাশে আমেরিকার হেলিকপ্টার সোসাইটির একজন বিজ্ঞানী এবং আবিষ্কারক।
২০০৪ সালের ৫ মার্চ তিনি তার জন্মস্থান কটিয়াদীর বনগ্রাম নাগেরগ্রামে এসেছিলেন। পরে তাকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছিলো। এর পরে আর তাঁর দেশে আসা হয়নি।
Leave a Reply