1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

বিভিন্নস্থানে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ:মহান মে দিবসের আলোচনাসভায় বক্তব্য রাখছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেটভূপেন্দ্র ভৌমিক দোলন

 

সারা বিশ্বের ন্যায় দেশের বিভিন্নস্থানে পালিত হয়েছে মহান মে দিবস। আজ থেকে ১৩৮ বছর আগে ১৮৮৬ সালে ১ মে আমিরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা দৈনিক আট ঘন্টা কাজের সময়, কাজের উন্নত পরিবেশ ও মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট উত্তাল বিক্ষোভে রূপ নিলে সেই সময়কার আমিরকান সরকার অত্যন্ত বর্বরভাবে শ্রমিকদের উপর গুলি চালিয়ে সেই বিক্ষোভ দমনের চেষ্টা করে। সেই অ্যাকশনে বহু শ্রমিক নিহত ও আহত হন।

পরে তীব্র শ্রমিক আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার মেনে নিতে বাধ্য হয়। সেই থেকে সারা বিশ্বে দিনটি মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের খবর:

কিশোরগঞ্জ:  আমাদের প্রতিনিধি দিলোয়ার হোসাইন নানক  জানান,কিশোরগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার,১ মে সকালে  জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টর চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য  র‌্যালি বের হয়।এসময় বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,  কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল,কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।

হোসেনপুর: হোসেনপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি

হোসেনপুর: আমাদের স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ জানান,সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

বুধবার ১ মে সকাল সাড়ে ১১টায় হোসেনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের  আয়োজনে পৌর শহরের পান মহল থেকে  থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এ এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ শ্রমজীবী ও অন্যান্য সংগঠক নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।

করিমগঞ্জ: নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি

করিমগঞ্জ: আমাদের স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ  এম এ জলিল জানান,  করিমগঞ্জ উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে কিশোরগঞ্জের করিমগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার,  ১ মে, সকালে করিমগঞ্জ উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে ইউনিয়নের সভাপতি আবুল কাশেম রাজ ও সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ইউনিয়ন কার্যালয় হতে বের হয়ে করিমগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ইউনিয়ন কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন সভাপতি আবুল কাশেম রাজ, করিমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাজী আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী শফিউল আলম জনি, ইউনিয়ন পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, আলম ফকির, নুন্নু মোড়ল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং