ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুই দিন পর আনজুরুল হক (৩৩) নামে এক অটোগাড়ী (ইজিবাইক) চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার, ২৮ এপ্রিল দুপুরে খবর পেয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কাওয়ারগাতি এলাকায় সড়কের পাশে আজিজুল ইসলামের ধান ক্ষেত সংলগ্ন ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, আনজুরুল হক মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের জসিম উদ্দিনের পুত্র।
গত শুক্রবার বিকালে নিজের অটোগাড়ী (ইজিবাইক) নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। রাতে বাড়ি না ফেরায় পরদিন শনিবার সকালে পরিবারের লোকজন নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। কিন্তু থানা পুলিশ জিডির সূত্র ধরে ও মোবাইল নাম্বার ট্যাকিং সহ সন্ধান চালিয়েও এর কোন হদিস পায়নি। ২৮ এপ্রিল সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কাওয়ারগাতি এলাকায় একটি ডোবায় নিহতের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আনজুরুল হকের অর্ধগলিত লাশ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে প্রায় ২০ গজ দূরে নিখোঁজ অটোচালকের মোবাইল ফোন উদ্ধার করে।।
নিহতের লাশ সনাক্তপুর্বক ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, অটোরিক্সা সহ আঞ্জুরুল হক নিখোঁজের ঘটনায় গতকাল শনিবার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল। অটো ছিনতাই ও হত্যার ঘটনার সাথে জড়িত সকল অভিযুক্তদের মোবাইল ফোনের সূত্র ধরে শনাক্ত করা হবে। পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে পিবিআই ময়মনসিংহের ইন্সপেক্টর রকিবুজ্জামান তালুকদারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন সহ ছায়া তদন্ত করে।
Leave a Reply