কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ মো: জান্নাতুল ফেরদৌস ইবনে হকের সভাপতিত্বে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালত লন টেনিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে কিশোরগঞ্জ শহরের সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল ১০ টায় চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত লন টেনিস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও লিগ্যাল এইড প্রদান কার্যক্রমে শ্রেষ্ঠ আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারী শিশুর বিচারক মো: হাবিবুল্লাহ, নারী শিশুর বিচারক রেজাউল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ পিপিএম (বার), কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: শহিদুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো:আমিনুল ইসলাম রতন, জেলায় শ্রেষ্ঠ আইনজীবী পুরস্কার প্রাপ্ত অ্যাডভোকেট মায়া ভৌমিকসহ অন্যান্য বিচারক ও আইনজীবীগণ।
Leave a Reply