1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন

নন-ফুড ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে
জেলা ক্যাবের মানববন্ধন

জনস্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের কোনো বিকল্প নেই। তবে ড্রামে খোলা ভোজ্যতেল বাজারজাতকরণ এ ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। আইন অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্যতেল বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ।

সোমবার ২২ এপ্রিল বিকেলে এর প্রেক্ষিতে সারা দেশে ন্যায় কিশোরগঞ্জে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির উদ্যোগে অস্বাস্থ্যকর ও নন-ফুডগ্রেড গ্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন প্রফেসর আব্দুল গণি, জেলা মহিলা পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক, এনজিও কর্মকর্তা ফরিদুল আলম, জেলা ক্যাব সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, নারীনেত্রী লুৎফুন্নেছা চিনু প্রমুখ।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্যতেল বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ এবং একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন উপকরণ দিয়ে তৈরি প্যাকেটে বা পাত্রে ভোজ্যতেল বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারও খোলা পাম তেল বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে এই নির্দেশনার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এক্ষেত্রে ব্যবসায়ী, জনস্বাস্থ্যবিদ, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং