1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তিন উপজেলায় ৪৩  প্রার্থীর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সারাদেশে ১৫২ টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে কিশোরগঞ্জ জেলার মোট ১৩টি উপজেলার তিনটি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা।

এ তিন উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) প্রার্থীরা নিজ নিজ উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেন।এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন মিলিয়ে মোট ৪৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মো. আওলাদ হোসেন,বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম।

ভাইস-চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন,খালেদ সাইফুল্লাহ সাফাত,আব্দুল জলিল,মো. জোবায়ের আলাম রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাহান কবীর, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো. আশরাফুল আরিফ, মোখলেছুর রহমান মিতুল, মো. নজরুল ইসলাম, রিফাত উদ্দিন আহমেদ বচ্চন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার,জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি ও তাহমিনা আক্তার নাজমা। 

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন,বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু,এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, আতাউর রহমান, এমদাদুল হক জুটন,আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, কামাল হোসেন, হাজী মকবুল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন আতাউর রহমান, একেএম ফজলুল হক, আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন মোছা. ললিতা বেগম, শামসুন্নাহার আপেল।

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন,বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মো. নাজমুল আলম, মো. আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মোবারিছ ও রৌশনারা রুনু। ভাইস-চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন নাঈম সুজন, আল-আমিন অপু, শফিউদ্দিন সরকার বাচ্চু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও ছাবিয়া পারভিন জেনি।

উল্লেখ্য,ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের সময় শেষ হয়েছে ১৫ এপ্রিল। ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই, ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং