কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল পবিত্র ফিতর উদযাপন উপলক্ষে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার, ৮ এপ্রিল দুপুরে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সমাজসেবক মোসলেহ উদ্দিন মুসলিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, পৌর কমিশনার মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ।
Leave a Reply