ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২০ মার্চ ঈশ্বরগঞ্জ পশু হাসপাতাল রোডস্থ জাপা কার্যালয়ে উপজেলা জাপার সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী।
তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার। তার আমলে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন সাধিত হয়েছে সে রেকর্ড পরবর্তী কোন সরকার ভাঙ্গতে পারেনি। বিচার বিভাগ সাধারণ মানুষের দোর গোড়ায় নিয়ে এসেছিলেন। কৃষি স্বাস্থ্য শিক্ষায় উন্নয়নে স্বর্ণালী স্বাক্ষর রেখে গেছেন তিনি।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুষার, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এইচ এম সারোয়ার, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন জাপার সভাপতি আকবর আলী, জাটিয়া ইউপি জাপার সভাপতি সুরুজ আলী, তারুন্দিয়া জাপার সভাপতি বজলুর রহমান, আঠারবাড়ি জাপার সভাপতি আবদুল আজিজ আনোয়ারী ও সরিষা জাপার সভাপতি রফিকুল ইসলাম রবি প্রমুখ।
Leave a Reply