1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে টিসিবির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে গুনধর ইউনিয়নের ডিলার আবুল কালাম আজাদের বিরুদ্ধে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম,চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

শনিবার, ১৬ মার্চ সকাল সাড়ে ১১ টায় এ ঘটনায় ভুক্তভোগী কার্ডধারী রহিমা আক্তারসহ কয়েকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। রহিমা আক্তাসহ  কার্ডধারীরা জানান,ডিলার পণ্য ওজনে কম দেন,  গ্রাহকের কার্ড জমা নিয়ে পণ্য না দিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করেন। এতে করে সুবিধাভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের উদ্দেশ্য ব্যাহত হয়েছে।

এ ব্যাপারে গুনধর ইউনিয়ন টিসিবির ডিলার আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,গোডাউন থেকে মাল কম দেওয়া হয়েছে, তাই ওজনে কম দিয়ে আসছি। আমার বিরুদ্ধে কালোবাজারে চাল বিক্রির বিষয়টি সত্য নয়,আমি কার্ডধারীদের মধ্যেই চাল বিতরণ করে আসছি। ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল বলেন,অভিযোগের সত্যতা মিলছে।ওজনে সঠিক দেওয়ার জন্য ডিলারকে বলে দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং