1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির  ১৩৪ বস্তা চাল উদ্ধার  

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে কালোবাজারির জন্য মজুত করে রাখা ১৩৪ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা পুরাতন বাজার দবির উদ্দিন ভূইয়া মার্কেট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৪ বস্তা চাল উদ্ধার করে নান্দাইল থানা পুলিশ। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মেদ পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নির্দেশক্রমে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ চাল উদ্ধার পূর্বক জব্দ করে থানায় নিয়ে আসেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গ্রামীণ জনপদের অতি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তার লক্ষ্যে সরকারের খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের আওতাধীন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল কার্ডধারী (উপকারভোগী) ব্যতীত বিক্রি নিষিদ্ধ। তবুও কিছু অসাধু ব্যবসায়ী সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির খোলাবাজারে অবিক্রয়যোগ্য ১৩৪ বস্তা অর্থাৎ ৪৭৬০কেজি চাল কালোবাজারির উদ্দেশ্যে গুদামজাত করেছিল।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে বলেন, এ ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উল্লেখ পূর্বক থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং