1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

রমজানকে সামনে রেখে মুসলিম উম্মার জন্য মার্কিন প্রেসিডেন্টের বিবৃতি

মূল: সার্ভেট গুনেরিগোক, অনুবাদ: আহমাদ ফরিদ।।
  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছবি: আনাদোলু নিউজ এজেন্সি

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এক বিবৃতিতে বলেছেন, এই মাসটি মুসলিমদের জন্য পবিত্র ও আত্মশুদ্ধির মাস।

রবিবার, ১০ মার্চ তারা হোয়াইট হাউস থেকে মুসলিম উম্মার শান্তি কামনা করে এই বিবৃতি দেন। বাইডেন বলেন, এ বছর যখন মুসলিমগণ মাসটি পালন করতে যাচ্ছেন তখন  গাজার যুদ্ধ ফিলিস্তিনি জনগণকে ভয়ানক দুর্ভোগে ফেলেছে। এই যুদ্ধে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই হাজার হাজার শিশুসহ বেসামরিক নাগরিক। 

তার বিবৃতিটি রোজার মাসের এমন প্রাক্কালে এসেছিল, যখন মুসলিম উম্মার সকল মুসলমান প্রথম তারাবিহ নামাজ পড়বেন।

বাইডেন বলেন, ইসরায়েলের যুদ্ধে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকের জরুরি খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আগামী দিন ও সপ্তাহে বিশ্বজুড়ে মুসলমানরা তাদের রোজা রাখবেন ইফতার করবেন। ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ অনেকের মনের  কষ্ট  বাড়াবে। আমরা তাদের ব্যথায় সমব্যথি।  

বিবৃতিতে  বাইডেন বলেন, তার প্রশাসন গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে আরও মানবিক সহায়তা পাওয়ার পাশাপাশি ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি-মুক্তি চুক্তির অংশ হিসাবে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে।

তিনি পুনর্ব্যক্ত করেছেন যে একটি স্থায়ী শান্তির জন্য একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ।

ইসলামফোবিয়া মোকাবিলা:

বিবৃতিতে, বাইডেন বলেন,  মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম আমেরিকানদের প্রতি ঘৃণা ও সহিংসতার একটি ভয়ঙ্কর পুনরুত্থান দেখেছে। তিনি বলেন, তার দেশে ইসলামফোবিয়ার একেবারে কোনও স্থান নেই। আমার প্রশাসন মুসলিম, শিখ, দক্ষিণ এশীয় এবং আরব আমেরিকান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা রোধ করার জন্য ইসলামোফোবিয়া এবং পক্ষপাত ও বৈষম্যের সম্পর্কিত ফর্মগুলি মোকাবেলার জন্য প্রথম জাতীয় কৌশল তৈরি করছে, যেখানেই এটি ঘটবে প্রশাসন এটিকে শক্ত হাতে মোকাবেলা  করবে।

আমিরিকান মুসলিমদের উদ্দেশ্য করে বাইডেন আরো বলেন, মুসলিমদের কাউকে কখনও আক্রমনের লক্ষ্যবস্তু হওয়ার ভয় করা উচিত নয়৷ স্কুলে, কর্মক্ষেত্রে, রাস্তায় বা তাদের সম্প্রদায়ে কোথাও এমন ভাবনার স্থান নেই।

আমাদের দেশের মুসলমানদের কাছে অনুরোধ, দয়া করে জেনে রাখুন যে আপনি আমাদের আমেরিকান পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। যুদ্ধের এই সময়ে যারা শোকাহত তাদের কাছে আমার বক্তব্য  আমি আপনাদের কষ্ট দেখছি  এবং আমি প্রার্থনা করি আপনারা যেন  আপনাদের বিশ্বাসও পরিবারে নিয়ে যেন শান্তিতে থাকতে পারেন।  তিনি বলেন, যারা আজ রাতে রমজান শুরু করছেন আমি আপনাদের নিরাপদ, স্বাস্থ্যকর এবং বরকতময় মাস কামনা করছি। বিবৃতির শেষে বাইডেন ‘রমজান করিম’ বলেন তার বক্তব্য শেষ করেন।

আনাদোলু নিউজ থেকে নেয়া ও অনুদিত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং