ময়মনসিংহের ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আঞ্জু, সাংবাদিক সমিতি নান্দাইল শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু, লেখক কলামিস্ট মো. আতাউর রহমান বাচ্চু, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, রমজান আলী ও ফরিদ মিয়া।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের কাছে উপজেলা সদরে একটি সরকারি গণপাঠাগার নির্মাণ করে দেয়ার আবেদন জানান।
Leave a Reply