বাংলা ভাষার প্রথম রঙিন ট্যাবলয়েড দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে কিশোরগঞ্জে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের হোটেল শেরাটনের সপ্তম তলায় এসব অনুষ্ঠানের আয়োজন করে মানবজমিন পাঠক ফোরাম পাঠকজমিন।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া। মানবজমিন পাঠক ফোরাম পাঠকজমিনের আহবায়ক ও জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমির সভাপতিত্বে ও মানবজমিনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার,জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ,সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তর ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার এটিএম নিজাম,জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ,সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেলিন,সাইফুল মালেক চৌধুরি, একাত্তর টেভির টিভির জেলা প্রতিনিধি তাহের, আমাদের সময়’র জেলা প্রতিনিধি শেখ মাসুদ ইকবাল, সময় টিভির নূর মোহাম্মদ, বি আরডিবির সাবেক পরিচালক নিজাম উদ্দিন, ডা: ফারুক আহমেদ, ডিবিসি’র শরিফুল আলম, চ্যানেল আই’র এসকে রাসেল, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক রায়হান রিপন, সাংবাদিক পাপন,ইশাখা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল, সাংবাদিক মাজহার মান্না,বিজয় রায় খোকা,আশরাফ আলী,আশরাফুল ইসলাম তুষারসহ আরো অনেকেই।
আলোচনাসভা শেষে কেক কেটে মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
Leave a Reply