
ভৈরবে নানা অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে ৫ টি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার, ১১ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
অভিযানে আকবরনগরের রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, একই এলাকার বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ছাড়াই খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা, পলতাকান্দা এলাকার মনিমুক্তা হোটেলকে ফ্রিজে বাসি মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১ লাখ টাকা এবং দুর্জয় মোড়ের বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরে খোলা টয়লেট ও অন্যান্য অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোট ৫টি প্রতিষ্ঠান থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
অভিযানে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ জেলা পুলিশ, র্যাব এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল।
Leave a Reply