নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মুজাহিদুল ইসলাম (৩৫) এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার, ২৪ মার্চ বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চেংজানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply