
ময়মসনসিংহের নান্দাইলে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে ভোটার নিবন্ধন কার্ক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার, ২২ মার্চ নান্দাইল উপজেলার আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন উসহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২৯ দিনের কর্মসূচিতে ৩টি টিম ভোটার হালনাগাদকরণের কাজ করবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সালাহ উদ্দিন মো. নাঈম বিডিচ্যানেলফোরকে জানান, উপজেলার ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। নিবন্ধন কাজে স্বশরীরে ভোটারের উপস্থিতিতে ছবি, স্বাক্ষর, আইরিশ ও ফিঙ্গার প্রিন্ট গ্রহণ চলবে।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কাজ চলবে। ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের সময় কর্মসূচির দায়িত্বে থাকা জাকারিয়া আহেম্মদসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply