1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

ঢাকায় গণতন্ত্রী পার্টির ইফতার ও দোয়া মাহফিল 

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৪ মার্চ রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার। সভা সঞ্চালনা করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদুল আলম খান বেনু,সুপ্রীম কোর্ট বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান মোল্লা।

এছড়াও বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আলম,সম্পাদক মন্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, শফি রেজা নূর মজুমদার,হরি প্রসাদ মিত্র,মো:কামরুল ইসলাম,ফনীন্দ্র সরকার,মো:মকবুল হোসেন মুকুল,ড.হালিম দাদ খান,মো:আলমগীর হোসেন,ফখরুদ্দিন আহমেদ খোকন,মোহাম্মদ আলী লিটন,ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক সাদীত আহম্মেদ সাদী,ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজির আমিন চৌধুরী জয়,অধ্যাপক প্রলয় পাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার বলেন,আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতি মুক্ত মুক্তিযুদ্ধের আখাংকার ধর্ম নিরপেক্ষ শোষণহীণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ হাসান,বিশিষ্ট উদ্যোক্তা গোলাম আতোয়ার দিদার,বাদল সরকার,সুপ্রীম কোর্টের  আইনজীবী পরব নাসের সিদ্দিক, নির্মল ঘোষ,রাজেশ সরকার,আতাউর রহমান বাবুল,অনিল বিশ্বাস,আবু সালেহ শিহাব প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শফি রেজা নূর মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং