কিশোরগঞ্জের বাজিতপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাজিতপুর থানা পুলিশ।
গ্রেফতার তবারক (৩২) বাজিতপুর উপজেলার পশ্চিম বসন্তপুর এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।
মঙ্গলবার, ১০ মার্চ মোটর সাইকেলের জিপিএস ট্র্যাকারের মাধ্যমে চোরকে সনাক্ত করে চুরি অভিযোগে তাকে বাজিতপুর উপজেলার পশ্চিম বসন্তপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাজিতপুর থানার ওসি জানান, গত ৪ মার্চ রাত সাড়ে ৮টা থেকে ১০ মার্চ রাত পৌনে ৩টার মধ্যে যেকোন সময়ে বাজিতপুর উপজেলার পূর্ব বসন্তপুর এলাকা থেকে মো. বখতিয়ার হোসেন নামের এক ব্যক্তির একটি নীল রঙের ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলের মালিকের সহযোগিতায় জিপিএস ট্র্যাকার অনুসরণ করে মোটরসাইকেলসহ চোরকে হাতেনাতে গ্রেফতার করে বাজিতপুর থানা পুলিশ।
এবিষয়ে বাজিতপুর থানায় মামলা হয়েছে।
Leave a Reply