অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. হেলিম মিয়া (৪৭) করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ এলাকার আ. মন্নাফ মহাজনের ছেলে ও মাহফুজুর রহমান (৪৯) কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
রবিবার, ৯ মার্চ রাত সোয়া ১১টার কিছু আগে হেলিম মিয়াকে করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ এলাকা থেকে ও সোমবার, ১০ মার্চ রাত সাড়ে ১২টার কিছু আগে মাহফুজুর রহমানকে বগাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার।
গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply