ময়মনসিংহের নান্দাইলে জামায়াতে ইসলামীর আয়োজনে যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৯ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদর নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মিলনায়তনে এই আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী শামসুদ্দীন আহম্মেদের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের আহ্বায়ক নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আমিন ও সহকারী সেক্রেটারী মো. হাবিুবর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
আলোচনাসভায় বক্তারা- “যারা যাকাত দেয় আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করেন, যাকাত হলো ধনীদের উপর গরীবদের একটি অধিকার। তোমরা সালাত কায়েম কর এবং যাকাত প্রদান করো।” আল কোরআনের এরকম বিভিন্ন বাণী তুলে ধরে বিশদ আলোচনা করেন বক্তারা।
পরিশেষে বক্তারা সমাজে বিত্তবান মুসলিম নর-নারীকে সঠিক সময়ে, সঠিক পরিমানে যাকাত প্রদানের প্রতি জোর আহ্বান জানান। এসময় নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply