1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে চাঞ্চল্যকর জবাই করে  ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি শাহাদাৎ হোসেন গ্রেফতার

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জবাই করে ব্যবসায়ী ওবায়দুল হক পাইলট হত্যার ক্ল-লেস ও আলোচিত মামলার প্রধান আসামি শাহাদাৎ হোসেন (৩২) কে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

রবিবার,২ মার্চ  দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুলিয়ারচর পুলিশ।

গ্রেফতার মো. শাহাদাৎ হোসেন কুলিয়ারচর উপজেলার বাজরা মাছিমপুর শেখ বাড়ির মৃত লাল মিয়ার ছেলে।

গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর (১মার্চ) শনিবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন শাহাদাৎ। জবানবন্দিতে তার সহযোগী হিসেবে আরও তিনজনের নাম উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বুধবার ওবায়দুল হক পাইলট প্রতিদিনের মত দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার নিহতের মা মোছা. আঙ্গুরা বেগম বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০।

এ বিষয় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বিডিচ্যানেলফোরকে বলেন, হত্যা মামলাটি সম্পূর্ণ একটি ক্লু-লেস ঘটনা। ঘটনার পর তথ্য প্রযুক্তি সহায়তায় ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আমরা মামলার প্রধান আসামিকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং