তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার, ২ মার্চ এ উপলক্ষে ইটনা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা নির্বাচন অফিসার হাসনাত আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় ইটনা উপজেলার সিনিয়র সাংবাদিক মো. শাহেদ আলীসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply