1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে যুগ্ম সচিব পরিচয়ে দুই প্রভাষকের কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষের দেয়া নাম্বার থেকে দুই প্রভাষকের কাছে যুগ্ম সচিব পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করায় অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, ২৭ ফেব্রুয়ারি বিকেলে অধ্যক্ষ মোস্তফা কামাল প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নাম্বার দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারী আপনাকে খুঁজছেন। তাড়াতাড়ি আপনি উনাকে ফোন দেন। ওই সময় কলেজের অন্য প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও খুঁজছেন বলে উল্লেখ করেন। কিছুক্ষণ পর অধ্যক্ষের দেয়া নাম্বারে ফোন করলে তিনি নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রভাষক মানিক চন্দ্র দেবনাথের কাছে দুই লাখ টাকা দাবি করেন। তা নাহলে সমস্যা হবে বলে হুমকি দেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় মোবাইলের কথোপকথনটি রেকর্ড করেন। পরে তিনি বিষয়টি নিয়ে অধ্যক্ষসহ অজ্ঞাত নাম্বার উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময়ে কলেজের শিক্ষকদের সাথে অশোভন আচরণ, শারীরিকভাবে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধক্ষ্যের বিরুদ্ধে কলেজের সকল প্রভাষক মিলে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। সন্দেহ হচ্ছে এর বদলা নিতেই তিনি ওই যুগ্ম সচিবের নাটকটি সাজিয়েছেন। তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এ ব্যাপারে অধ্যক্ষ মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে একটি নাম্বারে ফোন করে ওই নাম্বারটি দেয়া হয়। এবং নাম্বারটি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বলে জানানো হয়। পরে আমি ওই নাম্বারে কথা বললে মন্ত্রণালয় থেকে দুই শিক্ষকের নাম্বার চান। পরে আমি দুই শিক্ষককে ওই নাম্বারে কথা বলতে বলি। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেলফোরকে জানান, অভিযোগটি পেয়েছি। যাচাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং