1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মাহে রমাজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি জুমার নামাজের পর উপজেলা জামায়াতে ইসমালীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসানের নেতৃত্বে মার্কাজ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর একটি পবিত্র মাস। এই মাসে সংযম, দান-খয়রাত এবং ইবাদত-বন্দেগি বৃদ্ধি করতে হয়। তবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাজারে অস্থিতিশীলতা, সাধারণ মানুষের জন্য এই পবিত্র মাসটি আরও কষ্টকর হয়ে দাঁড়ায়।

তিনি আরো বলেন, পবিত্র রমজানে পবিত্রতা রক্ষার্থে সরকারী প্রশাসনিক কর্মকর্তা কর্মচারি ও ব্যবসায়ীগণকে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে এবং দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজারে মুসলিম ব্যবসায়ীদের পাশাপাশি হিন্দু ব্যবসায়ীরাও রয়েছেন। হিন্দু ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের সৃষ্টিকর্তাকে খুশি রাখার লক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করুন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র করে পুনরায় ক্ষমতায় আসার সেই দিবাস্বপ্ন আর পূরণ হবে না। আগামী দিনে সংসদ হবে কুরআনের সংসদ। এদেশ হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।

সমাবেশ অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এইচ এম মাজহারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং