1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩জনের যাবজ্জীবন কারাদণ্ড 

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাইসহ অন্যান্য নিকটাত্মীয় সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যো প্রায়ই কলহ-বিবাদের ঘটনা ঘটত। এর জের ধরে গত ২০২০ সালের (১০ এপ্রিল) বিকেল চারটার দিকে ১৪/১৫ জন আসামি দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মনিরের উপর হামলা চালায়।  হামলায় গুরুতর আহত মনিরকে প্রথমে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ও পরে অবস্থার অবনতি ঘটলে ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎকাসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মনিরের ছোটভাই আইন উদ্দিন (১২ এপ্রিল) রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের (৩০ সেপ্টেম্বর) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে সরকার নিযুক্ত পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি বিডিচ্যানেলফোরকে  নিশ্চিত করে জানান, যাদের নামে চার্জশিট দেয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং