মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি বিকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, ভাষা সৈনিকের সন্তান ও কিশোরগঞ্জ জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) জালাল মোহাম্মদ গাউস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুল আলম প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোচনা সভা ও প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলায় ৪০টি বইয়ের স্টল রয়েছে। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। এ মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Leave a Reply