1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদক বিরোধী  আলোচনাসভা অনুষ্ঠিত

বুরহান খান, সদর উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

“চল যুদ্ধে, মাদক সেবন ও চোরাবানিজ্যের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার  যশোদল ইউনিয়নের ভট্টাচার্যপাড়া আমাটিশিবপুর এলাকাবাসীর আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক আবদুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ  ফরিদ।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মুশফিকুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জুবায়ের ইসলাম, কিশোর জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন,  কিশোরগঞ্জ জেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দিদার জামান বাপ্পী, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক নাঈমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ।

এতে এলাকাবাসীর মধ্যে বক্তব্য  রাখেন, মো. জুয়েল, আ. করিম, ইদ্রিস মিয়া, মো. খায়রুল ইসলাম, মো. কাছুম আলী, আ. সালাম ফকির, বাবুল মিয়া, এনামুল হক নাঈম, ইসলাম উদ্দিন প্রমুখ।

বক্তারা এলাকাকে মাদক মুক্ত করতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর কারণে এলাকার যুবসমাজ বিপদগামী হচ্ছে। এলাকার সম্মান ও পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে মাদক ব্যসায়ীদের গ্রেফতারে প্রশাসনকে এগিয়ে আসার আকুল আবেদন জানান বক্তারা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং