ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আবু হানিফা হানিফ ঈশ্বরগঞ্জ থানার মামলা নম্বর ৬ তারিখ-১০-০৯-২০২৪ এর এজহারভুক্ত আসামি।
তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আবু হানিফকে কোতোয়ালি থানার পুলিশ সহযোগিতায় গ্রেফতার করেছে। পরে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply