
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ফৌজিয়া খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পরপরই অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকগণ আনন্দমুখর এমন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Leave a Reply