জমজমাট আয়োজনে কিশোরগঞ্জের করিমগঞ্জের চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ,৯ ফেব্রুয়ারি স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এখলাছ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো:হাবিবুর রহমান,জাতীয় পার্টি নেতা ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মেহেদী হাসান লিটন সরকার,বারঘরড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সহকারী মৌলভী আসাদুজ্জামান হালিম,বারঘড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম,চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক,রোস্তুম আলী,সাবেক সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার,বিল্লাল হোসেন,করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম,সাবেক ও বর্তমান অভিভাবক প্রতিনিধি ও বর্তমান শিক্ষক,ছাত্র-ছাত্রীগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন। খেলাধুলা পরিচালনায় ছিলেন চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) সাইদুর রহমান খোকন।
Leave a Reply