1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় শীতার্তদের মাঝে বিএনপি নেতা আহমেদ ফারুক খোকনের কম্বল বিতরণ 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছ নুরুল ইসলাম নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশন । 

সোমবার ৩ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে হোসেন্দী ইউনিয়ন পরিষদ কার্যালয় ৯টি ওয়ার্ড এলাকায় ৪শ’ শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন্দী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হাদিউল ইসলাম । এতে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশনের সভাপতি ও  পাকুন্দিয়া সরকারি ডিগ্রী কলেজের সাবেক জিএস , যুবদলের সভাপতি আহমেদ ফারুক খোকন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  হোসেন্দী ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আহমেদ ফারুক খোকন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলেও বিডিচ্যানেল ফোরকে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং